মাসিক সভার সিদ্ধান্ত সমূহঃ
প্রস্তাব গৃহিত হয় যে, চেয়ারম্যান জানান যে, ওয়ার্ড সভার মাধ্যমে সবকটি ওয়ার্ড হতে প্রকল্প প্রস্তাব পাওয়া গিয়াছে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় এবং ২০১২-২০১৩ অর্থবছরে নিম্নলিখিত প্রকল্প গুলি এলজিএসপি-২ এর আওতায় বাস্তবায়নের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রকল্পের নাম: বরাদ্ধকৃত টাকা
১। ভনুবিলের বাধঁ কাজ রাস্তা নির্মান ২০,০০০০/-
২। উত্তর জাঙ্গাঁলহাটা হাজী মখলিছ মিয়ার বাড়ীর নিকট হতে নাজিম উদ্দিনের বাড়ীর সামন পর্যন্ত অসমাপ্ত কাজের ইট সলিং।
৩। ডি,এম, রোড হতে আবুআলী জামে মসজিদ পর্যন্ত ইট সলিং।
৪। নিমাদল সাহারপাড়া রাস্তায় ফারুক মিয়ার বাড়ীর সামন হতে খালোপাড় রাস্তা পর্যন্ত ইট সলিং।
৫। নিমাদল পূর্ব পাড়া গিয়াস মিয়ার বাড়ীর সামন হতে বাছন মিয়ার বাড়ীর সামন পর্যন্ত ইট সলিং।
৬। নিমাদল পূর্বপাড়া চেরাগ আলীর বাড়ীর নিকট হতে চকের বাড়ী পর্যন্ত ইট সলিং।
৭। কতোয়ালপুর ফখন মিয়ার দোকান হতে জালাল মেম্বারের বাড়ীর সামনের রাস্তায় ইট সলিং।।
৮। শ্রীবহর পুরাতন জামে মসজিদের পশ্চিম অংশে আং মালিকের বাড়ীর নিকট হতে ইদ্রিছ আলীর বাড়ীর সামন পর্যন্ত ড্রেইন নির্মাণ।
৯। রাম্পা জামে মসজিদের পশ্চিম অংশে হারিছ আলীর বাড়ীর সামন হতে নানু মিয়ার বাড়ীর সামন পর্যন্ত ড্রেইন নির্মান।
১০। ঘোষগাঁও রফিকের দোকান হতে বান্দ্রিয়াটিলা রাস্তায় ইট সলিং।
১১। লক্ষীপাশা পূর্বপাড়া রাস্তা হতে ওয়াহিদ আলীর বাড়ীর সামন পর্যন্ত ইট সলিং।
১২। জাঙ্গাঁলহাটা পালপাড়া রাস্তায় ছমির মিয়ার বাড়ীর দক্ষিণ হতে দুদু মিয়ার বাড়ী পর্যন্ত ইট সলিং অসমাপ্ত কাজ।
১৩। দক্ষিণ লক্ষীপাশা মোল্লার চক বরোবাধেঁ জলালীটুকে ফুট কালভার্ট নির্মানঅ
১৪। বাউসী পাতন রাস্তায় টুনু মিয়ার বাড়ী হতে মজাইদ আলীর বাড়ী পর্যন্ত ইট সলিং।
১৫। দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন।
১৬। ঘাষিবর্নী রাস্তায় রকিব আলীর বাড়ীর সামনে ৮×৪×২ সাইজের কালভার্ট নির্মান।
অত:পর সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানাইয়া সভার সমাপ্তি ঘোষনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS