Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ

এক নজরে লক্ষীপাশা ইউনিয়ন

প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি হযরত শাহজালাল (রহ:) এর পূণ্য স্মৃতি বিজড়িত ৩৬০ আউলিয়ার পূ্ণ্যভুমি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন লক্ষীপাশা ইউনিয়ন গোলাপগঞ্জ থানার দক্ষিন পশ্চিম কোনে অবস্থিত। ইহার আয়তন ১৯ বর্গকিলোমিটার এবং ইহাতে ১৩টি মৌজা ও ৪,৫০০ একর জমি আছে। ২০০১ ইং সনের আদমশুমারী অনুযায়ী ইহার লোক সংখ্যা সর্বমোট ২১,০১০ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১০,৫৬৮ জন এবং স্ত্রীলোকের সংখ্যা ১০,৪৪২ জন। এর মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা ৫৩.৬৩%।

ইউনিয়নের অবস্থান:- উত্তরে ফুলবাড়ী ইউনিয়ন ও গোলাপগঞ্জ পৌরসভা পূর্বে ঢাকা দক্ষিন ইউনিয়ন ও লক্ষণাবন্দ ইউনিয়ন ও পশ্চিমে মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়ন।

ওয়ার্ডের সংখ্যা: ৯টি

গ্রামের সংখ্যা: ১৭টি

মৌজা সংখ্যা: ১৩টি।

ওয়ার্ড ভিত্তিক গ্রামের নাম:-

ওয়ার্ড

গ্রামের নাম

১নং ওয়ার্ড

দ: লক্ষীপাশা, ঘাসিবর্ণী

২নং ওয়ার্ড

উত্তর লক্ষীপাশা, জগঝাপ

৩নং ওয়ার্ড

জাঙ্গালহাটা, পালাপাড়া

৪নং ওয়ার্ড

পূর্ব নিমাদল

৫নং ওয়ার্ড

পশ্চিম নিমাদল

৬নং ওয়ার্ড

কতোয়ালপুর, শ্রীপুর

৭নং ওয়ার্ড

ঘোষগাঁও

৮নং ওয়ার্ড

বাউসী, দক্ষিনভাগ

৯নং ওয়ার্ড

শ্রীবহর, পলিতাফর

মৌজার নাম:-

লক্ষীপাশা, ঘাসিবর্ণী, জগঝাপ, জাঙ্গালহাটা, পালপাড়া, নিমাধল, সানকপুর, দড়া (আংশিক), কতোয়ালপুর, বাউশী, দক্ষিনভাগ, শ্রীবহর, ঘোষগাঁও।